Wellcome to National Portal
Main Comtent Skiped

শেরপুর জেলা কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।


এক নজরে শেরপুর জেলা করাগার


শেরপুর জেলা কারাগার এর সংক্ষিপ্ত বিবরণীঃ


ঐতিহ্যবাহী  গজনী অবকাশ পর্যটন কেন্দ্র ও মধুটিলা ইকো র্পাক পর্যটন কেন্দ্রের শহর শেরপুর শহরের 

দক্ষিণ পাশে দমদমা কালিগঞ্জ এলাকায় ১৩/০৮/১৯৯৫ খ্রিঃ তারিখে শেরপুর জেলা কারাগার প্রতিষ্ঠিত হয়।

শেরপুর জেলা কারাগারের মোট জমির পরিমাণ ১০.০০ একর। পেরিমিটার ওয়ালের ভিতর জমির পরিমাণ 

২.৫০ একর এবং পেরিমিটার ওয়ালের বাইরে জমির পরিমাণ ৭.৫০ একর। কারাভ্যন্তরের ২.৫০ একর জমির 

মধ্যে .৫০ একর জমিতে মূলা, বেগুন, ফুলকপি, বাধাকপি, ওলকপি, ডাটা, ঢেঁড়শ, লালশাক, পালংশাক সহ

বিভিন্ন প্রকার সবজ্বি চাষ করা হয়। 


প্রতিষ্ঠাকাল-১৯৯৫ খ্রিঃ                                                                                                

ভূমির পরিমাণ-১০ (দশ) একর                                                                                      

কারা বহির ভূমির পরিমাণঃ ৭.৫০ একর                                                                          

কারাভ্যন্তরে ভূমির পরিমাণঃ ২.৫০


বন্দি ধারন ক্ষমতা= ১০০ জন

পুরুষ = ৯০ জন

মহিলা= ১০ জন